
নিউজটাইম ওয়েবডেস্ক : বলিউডের অন্যতম নামকরা অভিনেত্রী স্বরা ভাস্কর গত মাসে সমাজবাদী পার্টির নেতা ফাহাদ আহমেদের সঙ্গে আইনি বিবাহ সেরেছেন। এরপর আনুষ্ঠানিক বিয়েও সারছেন স্বরা-ফাহাদ। নিজের সামাজিক মাধ্যমে বিবাহ অনুষ্ঠানের বেশ কিছু ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। দিল্লিতে স্বরা ভাস্করের দিদিমার বাড়িতে বসেছে বিবাহ বাসর। মেহেন্দি ও সঙ্গীত হয়ে গিয়েছে ইতিমধ্যেই।
সেই ছবিতেই ধরা পড়ল ধর্মীয় সমন্বয়ের ছবি। প্রসঙ্গত ভিন্ন ধর্মে বিয়ে করছেন স্বরা। ধর্ম পেরিয়ে দুই মন যখন এক হয়েছে, তখন দুই ধর্মের রঙও এক হতে দেখা গেল। মেহেন্দির অনুষ্ঠানে স্বরা গেরুয়া রঙের আনারকলি পরেছিলেন। আর সঙ্গীতের অনুষ্ঠানে স্বরা ও ফাহাদ দুজনেই বেছে নিয়েছিলেন সবুজ রঙের পোশাক। স্বরা ফাহাদের বিয়ের কথা শুনেই তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন কিছু সংখ্যক নেটিজেন। কেন ভিন্ন ধর্মে বিয়ে করছেন স্বরা এই নিয়ে উঠেছিল সমালোচনা। কিন্তু বিয়ের অনুষ্ঠানে গেরুয়া-সবুজ রঙের পোশাক তিনি পরিকল্পনা করেই করেছেন, এমনটাই মনে করছেন নেটিজেনরা। ‘স্বাদঅনুসার’ দুই রঙের মিলনে যেন উঠে এসেছে সম্প্রীতির বার্তা।Latest posts by news_time (see all)
- এবার সুস্থ থাকুন গরমেও - March 20, 2023
- গুজব ওড়ালেন জর্জ মেসি - March 18, 2023
- স্পেন দলে বিরাট পরিবর্তন - March 18, 2023