
নিউজটাইম ওয়েবডেস্ক : নিয়ামক সংস্থা ডিজিসিএ জানিয়েছে যে বিমানে মাঝের আসন ফাঁকা রাখার চেষ্টা করা হবে। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা। বিমানসংস্থাদের এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে যে যতটা সম্ভব মিডল সিটে যাত্রীদের টিকিট না দিতে।
মাঝের আসন ফাঁকা রাখা নিয়ে ঘরোয়া বিমান চলাচল শুরু হওয়ার আগেও অনেক আলোচনা হয়েছিল। খসড়া এসওপিতে রাখাও হয়েছিল প্রাথমিক ভাবে যে মাঝের আসন খালি রাখা হবে। পরে অসামরিক বিমান পরিবহণমন্ত্রী হরদীপ সিং পুরী বলেন যে মাঝের আসন খালি রাখলে বিপুল পরিমাণ ক্ষতি হয়ে যাবে এয়ারলাইন্সগুলির। কিন্তু ২৫ তারিখ থেকে ঘরোয়া সার্কেলে বিমান পরিষেবা চালু হওয়ার পর বেশ কিছু যাত্রীর শরীরে কোভিড মিলেছে। এমনকী এক পাইলট করোনা পজিটিভ হওয়ায় বিদেশ যাওয়ার পথে ফিরে আসে এয়ার ইন্ডিয়ার বিমান। তারপরেই এই নিয়ে পুনর্বিবেচনা শুরু হয় বিভিন্ন মহলে। এদিন ডিজিসিএ জানিয়ে দিল যে এমন ভাবে আসন বণ্টন করতে বলা হয়েছে যাতে মাঝের আসন যতটা সম্ভব খালি রাখা যায়। বাস্তবে এই সিদ্ধান্ত কতটা কার্যকর হচ্ছে, সেটাই দেখার।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022