
নিউজটাইম ওয়েবডেস্ক : কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং সঙ্গী বৈশাখী বন্দ্যোপাধ্যায়’র প্রেমের গল্প এই রাজ্যের প্রতিটি দেওয়াল জানে। সেই কবে বৈশাখী হাওয়ায় ভেসেছে কানন, সেই চর্চায় উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি।ধেয়ে এসেছে সমালোচনা-নিন্দা। কিন্তু দমে যায়নি যুগল। বরং নিজেদের প্রেম ঢেকে না রেখে একেবারে সকলের সামনে ভালবাসার উদযাপন করেছেন। কঠিন মুহূর্তেও ছেড়ে যাননি একে অপরকে। আজও ঠিক তেমন ছবিই দেখা গেল।
শোভন চট্টোপাধ্যায়’এর স্ত্রী তথা তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদ মামলা চলছে। আজ আলিপুর জর্জ কোর্টে শোভন ও রত্না উপস্থিত ছিলেন। সেখানেই উপস্থিত থাকতে দেখা গেল বৈশাখীকে। এমনকি তিনি সাক্ষ্য দিলেন শোভনের হয়ে। আগামী ৩০ জানুয়ারী এই মামলার পরবর্তী শুনানি হবে। গত বছরই স্বামী মনোজিৎ মণ্ডলের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে বৈশাখীর। এইবার শোভনও মুক্তির পথে।মুক্তির পথেও শোভন-বৈশাখী সঙ্গে থাকল দুজন দুজনের।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023