
নিউজটাইম ওয়েবডেস্ক : মেট্রোর টানেলের কাজের জেরে প্রবল ঝামেলায় পড়েন কলকাতার বৌবাজারবাসীদের একাংশ। সুড়ঙ্গ খুঁড়তে গিয়েই ভেঙে পড়েছিলে একের পর এক বাড়ি।গত সপ্তাহেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর আংশিক রুটের সূচনা হয়েছে। আজ থেকে আবারও ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু হচ্ছে। প্রসঙ্গত, সুড়ঙ্গ খোঁড়ার কাজের জেরে বৌবাজার এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছিল একাধিক বাড়ি।
ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শেষ হতে আরও ১০ মাস লাগতে পারে বলে জানিয়েছ বিশেষজ্ঞ কমিটি। জানা যায়, মাটির নিচে পূর্ব ও পশ্চিমদিকের শিয়ালদাগামী মেট্রোর কাজ চলার জন্যই কলকাতা পুরসভার ৪৮ নম্বর ওয়ার্ডের দুর্গা পিথুরি লেন কম্পমান যার জেরে তার পরবর্তী কয়েক দিনে ভেঙে পড়েছে একাধিক বাড়ি। পাশাপাশি লাগোয়া বহু বাড়িতে হয়েছে বড় বড় ফাটল।এরপর মেট্রো আধিকারিকরা এসে রাতারতি ফাঁকা করে দেন গোটা এলাকা। বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয় অন্যত্র। ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিপূরণ হিসেবে নগদ টাকা-সহ বাড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022