বিপর্যস্ত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার

নিউজটাইম ওয়েবডেস্ক : কেরালার কোঝিকোড় বিমানবন্দরে অবতরণের সময় পিছলে গিয়ে দু’টুকরো হয়ে যায় দুবাই থেকে কালিকটগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমান আইএক্স- ১৩৪৪। শুক্রবার সন্ধ্যায় অবতরণের সময় বিমানটি পিছলে একটি খাদে পড়ে। এই দুর্ঘটনায় বিমানের দু’জন পাইলট সহ অন্তত ১৯ জনের মৃত্য হয়েছে। দুর্ঘটনাগ্রস্থ বিমানটিতে ক্রু সদস্য সহ মোট ১৯০ জন যাত্রী ছিলেন। শনিবার বিপর্যস্ত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে। বিমানটি কেন দুর্ঘটনার কবলে পড়ল তা এই ব্ল্যাক বক্সের তথ্য যাচাই করে বলা সম্ভব।

কেরালায় রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী বিজয়ন কোঝিকোড়ে পৌঁছেছেন। দুর্ঘটনার জন্য শুক্রবারই শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে তিনি জানান, ‘কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলেছি। সবরকম সাহায্য করা হচ্ছে”। একইসঙ্গে দুর্ঘটনায় মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন নমো।

আবহাওয়া প্রতিকূল ছিল। কিন্তু তার মধ্যেই সন্ধ্যা ৭.৪০ নাগাদ দুবাই থেকে কালিকটগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমান আইএক্স- ১৩৪৪ অবতরণের করে। কিন্তু বিমানটি পিছলে গিয়ে ৩৫ ফুট গভীর খাদের পড়ে যায়। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের থেকে বলা হয়েছে, ‘দৃশ্যমানতা দু’হাজার মিটার ছিল ও জোরে বৃষ্টি পড়ছিল। সেই সময়ই ১০ নম্বর রানওয়েতে অবতরণের সময় পিছলে যায় বিমানটি।’ উদ্ধার কাজ চলেছে প্রায় রাত ১১টা পর্যন্ত।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube