
নিউজটাইম ওয়েবডেস্ক : মানচিত্র বিরোধ নিয়ে সম্প্রতি ভারত-নেপাল তরজা তুঙ্গে ছিলই। নেপালের মত নিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার কথাও জানায় দিল্লি। কিন্তু বৃহস্পতিবার সর্বসম্মতভাবেই ভারতীয় ভূখন্ড অর্ন্তভুক্ত করে মানচিত্র সংশোধনের বিল পাস হয় নেপাল সংসদে।
শনিবার নেপালের আন্তর্জাতিক রাজনৈতিক সীমানা মানচিত্রের সংশোধনী বিল পাস হয় নেপালের নিম্মকক্ষে। এরপর রবিবার রবিবার সেদেশের পার্লামেন্টের উচ্চকক্ষে গৃহিত হয়েছে এই বিল। প্রস্তাবিত বিলটি পাশ করিয়ে তা অনুমদনের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে বলেও জানান হয়। নেপালের সংসদের তরফে বলা হয় তাঁদের ম্যাপে জাতীয় প্রতীককে অন্তর্ভুক্ত করতে এই মানচিত্র সংশোধনী বিল পাস করছে তারা। নয়া মানচিত্র নিয়ে নেপালের পদক্ষেপে প্রথম থেকেই সরব ভারত। এহেন পদক্ষেপ ‘অসমর্থনযোগ্য’ এবং ‘ঐতিহাসিক তথ্য-প্রমাণের উপর ভিত্তি করে করা হয়নি’ বলে দাবি দিল্লির। এমনটি পররাষ্ট্রমন্ত্রক জানিয়েছে নেপালের এই সিদ্ধান্ত সাম্প্রতিক সময়ে যে কথাবার্তা হয়েছে এবং সীমান্ত ইস্যুকে লঙ্ঘন করছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৮ মে উত্তরাখন্ডের ধরচুলার সঙ্গে লিপুলেখ দীর্ঘ ৮০ কিলোমিটার পথ উদ্বোধন করার পর থেকেই দুই দেশের মধ্যে আন্তর্জাতিক সীমানা নিয়ে টানাপোড়েনের সূত্রপাত হয়।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022