
নিউজটাইম ওয়েবডেস্ক : ।। সুমন মজুমদার, নদীয়া ।।
বেআইনি অটো টোটো দৌরাত্ম্য, অনির্দিষ্টকালের জন্য নদীয়া জেলায় বেসরকারি বাস ধর্মঘট ডাক পরিবহন কর্মী চালক ও কন্ডাক্টরদের। নদীয়া জেলায় কমবেশি প্রায় ৪০টি রুট রয়েছে সেখানে প্রায় ৬০০ বাস চলাচল করে, বাস্তব ও কর্মীদের অভিযোগ দীর্ঘদিন ধরে তারা প্রশাসনের কাছে আবেদন করে আসছে যেভাবে বেআইনি আপাতত চলাচল করছে তার ফোনে তাদের যাত্রী হচ্ছে না এছাড়াও বর্তমানে বাসের ইন্সুরেন্স থেকে শুরু করে পরিকাঠামো অনেক খরচ ভেঙে গিয়েছে তাই তাদের আর লাভ হচ্ছে না সমস্যার মুখে পড়ছেন তারা। এই বাস ধর্মঘটের ফলে স্বাভাবিকভাবেই অসুবিধায় পড়েছেন নিত্যযাত্রীরা। বিশেষ করে কৃষ্ণনগর করিমপুরে রুটে একমাত্র ভরসা বাস , সকাল থেকেই অপেক্ষায় যাত্রীরা। কেউ অফিস যাবেন, কেউ অন্যত্র।বাস না পেয়ে অনেকেই ফিরে যাচ্ছেন। অনেকে আবার বিকল্প কিছু ব্যবস্থা করে কোন রকমের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। যদিও নদীয়া জেলার বাস মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদেরকে কিছু না জানিয়ে পরিবহনকর্মীরা ধর্মঘট ডেকেছেন।এই অবস্থায় যাত্রীরা প্রশ্ন তুলছেন, পরিবহন বন্ধ করে দিয়ে এরকম দাদাগিরি কী করতে পারেন তারা?Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023