বিনামূল্যে মিলবে ৭৫ ইউনিট পর্যন্ত বৈদ্যুৎ, রাজ্য বাজেটে বড়সড় সিদ্ধান্ত অর্থমন্ত্রীর
3 years ago 1 min read
নিউজটাইম ওয়েবডেস্ক : দ্বিতীয়বার ক্ষমতায় এসে আজ পূর্ণাঙ্গ বাজেটে পেশ করেছে মমতা সরকার। সেখানে এবার বিদ্যুতের বিলের বিষয়টির দিকে নজর দেওয়া হয়েছে। বিদ্যুতের বিল হোক বা পরিষেবা সব ক্ষেত্রেই রাজ্য সরকারের কাছে অভিযোগের অন্ত নেই সাধারণ মানুষের। বিরোধীদের দাবি, এরাজ্যে বিদ্যুতের বিল দেশের অন্যান্য রাজ্যের তুলনায় বেশ খানিকটা বেশি। এনিয়ে পথেও নেমেছিল রাজ্য সরকার। তাই আবার বিরোধীদের মুখ বন্ধ করতেই বৈদ্যুৎ বিল নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল মমতা সরকার।
এদিন বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, “গত ৮ বছরে রাজ্যে ৯৯.৯ শতাংশ বৈদ্যুতিকরণের মাধ্যমে উপভোক্তাকে বিদ্যুৎ সংযোগের আওতায় অনা হয়েছে। এছাড়া গরিব মানুষদের কম দামে বিদ্যুৎ সরবরাহ করেছি আমরা। কিন্তু, এঁদের মধ্যে যাঁরা অত্যন্ত গরিব, তাঁদের কম দাম সত্ত্বেও বিদ্যুতের খরচ মেটাতে খুব অসুবিধায় পড়তে হয়। এই ধরনের মানুষের সাহায্যের জন্য ‘হাসির আলো’ নামের একটি নতুন প্রকল্প ঘোষণা করছি।”
কিন্তু ‘হাসির আলো’ প্রকল্প ঠিক কী? এবিষয়ে অমিত শাহ বলেন, গ্রামীন বা শহরাঞ্চলে যাঁরা একেবারেই গরিব এবং যাঁরা ৩ মাসে ৭৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেন, তাঁদের সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এই প্রকল্প কার্যকর হলে প্রায় ৩৫ লক্ষ মানুষ উপকৃত হবেন বলেও দাবি করেন অর্থমন্ত্রী। এই সমগ্র প্রকল্পের জন্য রাজ্য সরকারের খরচ হচ্ছে বাড়তি ২০০ কোটি টাকা।