বিনামূল্যে দেওয়া হবে করোনা ভ্যাকসিন, অভাবনীয় ঘোষণা অস্ট্রেলিয় প্রধানমন্ত্রীর

নিউজটাইম ওয়েবডেস্ক : গোটা বিশ্বজুড়ে চলছে করোনার ভ্যাকসিনের খোঁজ। বিশ্বের তাবড় তাবড় বিজ্ঞানী ও স্বাস্থ্য সংস্থা এই কাজে লিপ্ত রয়েছেন। ইতিমধ্যেই রাশীয়া ভ্যাকসিন আবিস্কারে সফল হয়েছে বলে দাবি করেছে, তা পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করা হয়েছে একাধিক মানুষের ওপর। তবে এই ভ্যাকসিন নিয়ে এখনও দ্বিমত আছে বিশ্বের বিজ্ঞান মহলে। এখনও প‌র্যন্ত এই ভ্যাকসিনকে স্বীকৃতি দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। তাদের দাবি, এই ভ্যাকসিন সামান্য চিকিৎসাবিধি ও স্বাস্থ্যনীনি মেনে বানানো হয়নি।

এমতাবস্থায়, অক্সফোর্ডের তৈরি ভ্যাকসিনের ওপরই ভরসা করছে বেশিরভাগ দেশ। এরই মধ্যে এক অভুতপূর্ব ঘোষণা করেছে অস্ট্রেলায়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি জানান এই ভ্যাকসিন স্বীকৃতি পেলেই  গোটা দেশে বীনীমূল্যে বিতরণ করা হবে এই ভ্যাকসিন। তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান্যতা পেলেই বিনামূল্যে এই ভ্যাকসিন পাবে ২৫ মিলিয়ন অস্ট্রেলিয় নাগরিক।

ইতিমধ্যেই জানা গেছে মেলবোর্নের ঔষধ প্রস্তুতকারী সংস্থা সিএসএল ভ্যাকসিন প্রস্তুতের লাইসেন্সের জন্য তদ্বির করেছে। এমনকি এদের সাথে গত সপ্তাহে দুটি প্রাথমিক চুক্তি হয়েছে বলেও জানান অস্ট্রেলিয়ার স্বাস্থ্য মন্ত্রী হান্ট। তিনি এবিষয়ে জানান, আমরা এখনও নিশ্চিত নই তবে আশাবাদী।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube