
নিউজটাইম ওয়েবডেস্ক : ফের বিধ্বংসী আগুন লাগল দিল্লিতে। বিজওয়াসনের একটি ওয়্যারহাউসে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নেভানোর চেষ্টায় দমকলের কর্মীরা।
শুক্রবার সকালে আগুন লাগে রাজধানীর বিজওয়াসন এলাকার একটি ওয়্যারহাউসে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে দমকলের ১৪টি ইঞ্জিন। দমকলকর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাছে হাত লাগিয়েছেন স্থানীয় মানুষ। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। কী কারণে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। গত কয়েক মাসে পরপর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে দিল্লিতে। গত জানুয়ারি মাসের মাঝামাঝি লরেন্স রোডে একটি জুতোর কারখানায় বিধ্বংসী আগুন লাগে। দমকলের ২৬টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালায়। তার আগে ১১ জানুয়ারি হরি নগর এলাকার একটি জুতো তৈরির কারখানায় আগুন লেগে যায়। সেই ঘটনায় ২ জন অগ্নিদগ্ধ হয়েছিলেন। গত বছরের ২৩ ডিসেম্বর দিল্লির আনাজ মান্ডির এক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জন মারা যান। ওই দুর্ঘটনার পরেই বসবাস এলাকায় কারখানার উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। গত ডিসেম্বরেই উত্তর দিল্লির নারেলায় এক জুতো কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে দমকলের তিন কর্মী জখম হন।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022