বিধায়ককে বিশ্বাসঘাতক, অযোগ্য সন্তান বললেন পঞ্চায়েত প্রধান

।। প্রসেনজিৎ সাহা ।।

পঞ্চায়েত ভোট যতই এগিয়ে আসছে দক্ষিন ২৪ পরগনার গোসাবায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে কোন্দল, বিবাদ আরও প্রকট হয়ে উঠছে। একে অপরকে তির্যক আক্রমণ করতেও ছাড়ছেন না কেউই।

বিরোধী নয়, গোসাবায় বর্তমানে তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূল লড়াইয়ের হুঙ্কার দিচ্ছে। রবিবার দলীয় একটি কর্মী বৈঠকে গোসাবার বিধায়ক সুব্রত মণ্ডলকে বিশ্বাসঘাতক বললেন কুমিরমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবাশিস মণ্ডল। এছাড়াও বিধায়ক নিজের গ্রাম পঞ্চায়েত এলাকায় পরিবার তন্ত্র চালাচ্ছেন, বিজেপির সাথে গোপন আঁতাত রেখে দলের ক্ষতি করছেন এবং সর্বোপরি বিধায়কের বাবা একজন অযোগ্য সন্তানের জন্ম দিয়েছেন বলেও সরাসরি সুব্রতকে আক্রমণ করেন দেবাশিস শুধু দেবাশিষ নয়, রাধানগর তারানগর গ্রাম পঞ্চায়েতের যুব তৃণমূলের সভাপতি হাসান মোল্লাও তির্যক আক্রমণ করেন বিধায়ককে। বিধায়ক দুর্নীতির সাথে যুক্ত, ইডি তাঁকেও ডাকবে বলে দাবি করেন এই যুব তৃণমূল নেতা। পাশাপাশি বিধায়ককে ষাঁড় বলেও কটাক্ষ করেন তিনি। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন গোসাবা ব্লক তৃণমূলের নেতৃত্বরাও। তাঁদের সামনেই এভাবে একের পর এক বিধায়ককে কটাক্ষ করেন তৃণমূল নেতারা।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube