
নিউজটাইম ওয়েবডেস্ক : আজ কলকাতার নজরুল মঞ্চে দলীয় কর্মসূচীর ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভাতেই বাজেট সংক্রান্ত বিষয়ও উত্থাপন করেন তিনি। আগামী ৮ জানুয়ারি থেকে বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হবে, সাংসদ-বিধায়কদের প্রস্তুত থাকার বার্তা দিলেন তিনি। বিধানসভায় তাঁদের উপস্থিতির বিষয়ে নির্দেশনা দিলেন মমতা।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, যতদিন বিধানসভায় বাজেট অধিবেশন চলবে, প্রত্যেক সাংসদ বিধায়কদের উপস্থিত থাকতে হবে। সেই সঙ্গে প্রত্যেক শনিবার ও রবিবারের মধ্যে একটি দিন দলকে দিতে হবে। তবে সাংসদ বিধায়কদের মধ্যে থেকে কেউ কেউ ছাড় পাবেন। মুখ্যমন্ত্রী এদিন বলেন, দেব-নুসরত-মিমির মতো যারা অন্য ক্ষেত্রর সঙ্গে সমানভাবে যুক্ত রয়েছে, একমাত্র তাঁদের জন্যই এই নিয়ম মাফ করা হবে।Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023