
নিউজটাইম ওয়েবডেস্ক : কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাঁকে সভা করার অনুমতি দেওয়া হয়নি। অনুমতি দেওয়া হয়নি নিজের বাড়ি দুর্গাপুরেও সভা করতে। স্বাভাবিক কারণেই রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন জেএনইউ ছাত্র সংসদের সভানেত্রী তথা এই মুহূর্তে অন্যতম পরিচিত বাম মুখ ঐশী ঘোষ। যা নিয়ে শুক্রবার বিধানসভাতেও সরব হয়েছিলেন বাম বিধায়করা। কিন্তু তারপরই জবাবে বিধানসভাতেই বামেদের ৩৪ বছর সময়কাল মনে করার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এ দিন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর আক্রমণের জবাবে মমতা আক্রমণ করেন।উল্লেখ্য, হাজরায় তৎকালীন কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় আঘাত করেছিলেন লালু আলম। যা নিয়ে দীর্ঘদিন বামেদেরই আক্রমণ শানিয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন আবার উঠে এল সেই হাজরায় গণ্ডগোলের প্রসঙ্গ। এদিন সারদাকাণ্ড নিয়েও সিপিএমকে আক্রমণ শানান তৃণমূলনেত্রী। বলেন, সারদাকাণ্ডে সিবিআই সবাইকে গ্রেফতার করছে। কিন্তু সিপিএমের কোনও নেতাকে গ্রেফতার করছে না। কারণ সবাই জানে, বিজেপি সিপিএম একযোগে কাজ করে চলেছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022