
নিউজটাইম ওয়েবডেস্ক : অত্যন্ত সংক্রামক করোনা ভাইরাস এবার পশ্চিমবঙ্গ বিধানসভাতেও হানা দিল। বুধবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সেখানকার এক কর্মী করোনা পজিটিভ হিসাবে ধরা পড়ার কারণে আগামী ১০ দিন বন্ধ রাখা হবে সেখানকার সমস্ত রকম কাজকর্ম, করা হবে স্যানিটাইজ। তিনি সংবাদসংস্থা পিটিআইকে বলেন, “এখানে একজন টাইপিস্ট করোনা পজিটিভ হিসাবে ধরা পড়েছেন। ফলে সুরক্ষার স্বার্থে আগামী ১০ দিনের জন্য বন্ধ থাকবে বিধানসভা এবং ২৭ জুলাই থেকে সেখানকার কাজকর্ম ফের চালু হবে। ততদিন পর্যন্ত বিধানসভার সমস্ত নির্ধারিত কর্মসূচি স্থগিত করা হল।”
বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আরও জানান যে, প্রায় ২২ জন কর্মী পশ্চিমবঙ্গ বিধানসভায় কাজ করেন। করোনা ভাইরাসজনিত পরিস্থিতির কারণে বর্তমানে তাঁদের যাতায়াতের জন্যে একটি নির্দিষ্ট বাসের ব্যবস্থা করে দিয়েছিল সরকার। এদিকে আজই (বৃহস্পতিবার) রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে চূড়ান্ত অব্যবস্থার প্রতিবাদে বিধানসভার ভবনের প্রবেশদ্বারের বাইরে ধরনায় বসার ডাক দিয়েছিলেন বাম এবং কংগ্রেস বিধায়কেরা। কিন্তু বিধানসভার কর্মী করোনা পজিটিভ হিসাবে ধরা পড়ার পর বিরোধী দলদুটি তাঁদের নির্ধারিত প্রতিবাদ কর্মসূচি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।বুধবার রাতে বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী জানিয়ে দেন যে, কবে কোথায় কীভাবে এই ধরনা কর্মসূচির আয়োজন করা হবে, তা পরে ঠিক করে জানিয়ে দেওয়া হবে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022