
বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন চলাকালীন এবিভিপির সদস্যরা বিশ্ববিদ্যালয় ঘেরাও কর্মসূচি শুরু করে । বাঁধা দিতে এলে তৃণমূল ছাত্র পরিষদের সাথে ধুন্ধুমার মারামারি লেগে যায় দুই পক্ষের ।
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় বাঁচানোর ডাকে বুধবার দুপুরে এবিভিপির তরফ থেকে বিশ্ববিদ্যালয় ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয় । দুপুর তিনটে নাগাদ সেই কর্মসূচিকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচিতে শামিল হন এবিভিপির সদস্যরা ।
ঠিক সেই সময় বিশ্ববিদ্যালয়ে পাঠরত অবস্থায় থাকা তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা বাধা দিতে যায় ।ফলে দুই পক্ষের মধ্যে শুরু হয় বচশা । লাঠি ও বাঁশ নিয়ে মারামারি শুরু হয়ে যায় । গন্ডগোলের জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় দুই পক্ষের মধ্যে । ঘটনায় দুই পক্ষের বেশ কিছু সদস্যকে আটক করে নিয়ে যায় কোতোয়ালি থানার পুলিশ ।
Latest posts by news_time (see all)
- কলকাতা বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের বিমানে বোমাতঙ্ক! - June 6, 2023
- দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা সিদ্ধার্থনাথ সিংহ - June 6, 2023
- ত্রিকোণ প্রেমের জেরে খুন ! - June 6, 2023