
নিউজটাইম ওয়েবডেস্ক : ।। সন্দীপ সুর ।।
ইউরোপা লিগ থেকে বিদায় বার্সার। ফিরতি লিগে ওল্ড ট্রাফোর্ডে ম্যান ইউ-র কাছে হার বার্সেলোনার। ম্যাচের ফল ২-১।ন্যু ক্যাম্পে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ শেষ হয়েছিল ২-২ গোলে। কার্ড এবং চোট সমস্যায় জাভি, পেদ্রি, দেম্বলের মতো বার্সার একাধিক ফুটবলার এই ম্যাচে খেলতে পারেননি। যদিও রেড ডেভিলসদের ডেরায় ম্যাচের শুরুতেই আশা জাগিয়েছিল কাতালান জায়ান্টরা। লেওয়ানডস্কি পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়েও দেন। ১ গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরে জাভির দল। দ্বিতীয়ার্ধে ম্যান ইউ যেন খোঁচা খাওয়া বাঘ। ফ্রেড এবং অ্যান্টোনি গোল করে ম্যান ইউ-কে জয় এনে দিলেন। দুই পর্ব মিলিয়ে ম্যাচের ফল ৪-৩। খারাপ সময় কাটিয়ে আবার সুদিন ফেরার আভাস দিচ্ছে রেড ডেভিলসদের পারফরম্যান্স।Latest posts by news_time (see all)
- দেখা দিলেন বিগ বি - March 27, 2023
- প্রতিবাদী ইসরায়েলের নাগরিকরা - March 27, 2023
- তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর - March 27, 2023