
।। স্বর্ণালী মান্না ।।
বিতর্ক চলছিল বেশ কিছু দিন ধরেই । গত বছর মুক্তি পেয়েছিল এই ছবির ট্রেলার, আর চলতি সপ্তাহেই মুক্তি পাচ্ছে সুদিপ্ত সেন পরিচালিত “দ্য কেরালা স্টোরি” । সেন্সর বোর্ড এই ছবিকে “এ” শংসাপত্র দিয়েছে ।এর পাশাপাশি ছবি থেকে ১০টি দৃশ্য মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে সেন্সর বোর্ডের পক্ষ থেকে ।
বিতর্কের সূত্রপাত ছবির ট্রেলারকে কেন্দ্র করে । ট্রেলারে দেখান হয়েছে, শালিনি উন্নিকৃষ্ণাণ ওরফে ফাতিমা বা নামে এক চরিত্র বলছে, ইসলামিক স্টেট সন্ত্রাস গোষ্ঠী ৩২০০০ মহিলাকে নিয়োগ করে ।এমন একটি দাবির জন্য সিবিএফসির পর্যবেক্ষক কমিটি তথ্য প্রমান চেয়ে পাঠিয়েছে । বাতিল হওয়া ১০টি দৃশ্যের মধ্যে একটি দৃশ্যে কেরালার এক প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাথে একটি সাক্ষাৎকারের দৃশ্যও ছিল ।
কেরালার সরকার ও বিরোধী দল, দুই পক্ষই ছবিটির উপর নিষেধাজ্ঞা জারী করার দাবি তুলেছে ।সিপিএম ও কংগ্রেস দুই দলই চায় না ছবিটি কেরালায় মুক্তি পাক । তবে ছবিটির প্রদর্শকদের মতে এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি না পেলে দর্শকরা তা ওটিটি প্ল্যাটফর্মে এমনিও দেখতে পাবেন ।
- পার্থর চিকিৎসায় গাফিলতি? - May 30, 2023
- আরও তীব্রতর হল কুস্তিগীরদের আন্দোলন - May 30, 2023
- কর্মবিরতির জেরে দূষিত চর্মনগরীর জলাশয় - May 30, 2023