
নিউজটাইম ওয়েবডেস্ক : দিল্লি পুলিসের প্রধান অমূল্য পট্টনায়েকের মেয়াদ শেষ হওয়ার একদিন পূর্বেই দিল্লি পুলিশ কমিশনারের পদে বসানো হল এসএন শ্রীবাস্তবকে। সেন্ট্রাল রিজার্ভ পুলিস ফোর্স থেকে তাঁকে শুক্রবার স্পেশ্যাল কমিশনার পদ দেওয়া হল। তবে আগামীকালই অবসর গ্রহন করবেন অমূল্য পট্টনায়েক।
এখনও পর্যন্ত দিল্লির হিংসার ঘটনায় মৃতের সংখ্যা ৩৯। আহত হয়েছেন ১৫০ জনের বেশি মানুষ। পাশাপাশি ক্ষতিগ্রস্থ হয়েছে কয়েকশো কোটি টাকার সম্পত্তি। এই ঘটনায় কার্যত পুলিশের ব্যর্থতাকেই দায়ী করেছে বিরোধীরা। একই পথে হেঁটে পুলিশকে কাঠগোড়ায় তুলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। অবশেষে দিল্লির এই হিংসার ঘটনাকে খতিয়ে দেখার জন্য দায়িত্ব দেওয়া হয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে। এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘গত ৩৬ ঘণ্টায় উত্তরপূর্ব দিল্লিতে নতুন করে কোন বড় ঘটনার খবর আসেনি।’ আর তাই শুক্রবার ১০ ঘন্টার জন্য উত্তরপূর্ব দিল্লিতে বড় জমায়েতের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। মন্ত্রকের কথায়, ‘দিল্লির ২০৩টি থানার মধ্যে শুধুমাত্র ১২টি থানায় এই হিংসার প্রভাব পড়েছে।’ তবে এখনও এলাকায় এলাকায় চলছে পুলিশি টহলদারি। স্থানীয়দের সাথে সবসময় কভা বলছে পুলিশ। দোকানপাঠ খুলে রাখতেও বলা হয়েছে। কিন্তু এনেকদিন আগেই অমূল্য পট্টনায়েকের মেয়াদ শেষ হয়ে যাওয়ায়, এখন বিরোধীদের প্রশ্ন, কেন তাঁকে এতদিন পদ থেকে সরানো হয়নি? তবে শুধু এবিষয়েই নয়, দিল্লির কার্ফু ডজারি থেকে শুরু করে একাধিক বিষয় নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। এমনকি পুলিসের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে শোনা গিয়েছে দিল্লি হাইকোর্টকেও।Latest posts by news_time (see all)
- পথের সাথী “মিশন উজালা” - March 26, 2023
- মুম্বাইয়ের স্কুলে শিক্ষিকা কারিনা - March 26, 2023
- প্রধানমন্ত্রীর “মন কি বাত” - March 26, 2023