বিজেপির কেন্দ্রীয় বৈঠকে ডাক পেলেন শোভন চট্টোপাধ্যায়

নিউজটাইম ওয়েবডেস্ক : বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠকে ডাক পেলেন শোভন চট্টোপাধ্যায়।

আগামী সোমবার দিল্লিতে বৈঠকে বসছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। উপস্থিত থাকবেন জাতীয় স্তরের নেতা-মন্ত্রীরা। জানা গিয়েছে, সেই বৈঠকে অংশগ্রহণ করতে চলেছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী তথা কলকাতার পূর্বতন মেয়র। 

তৃণমূল ছেড়ে বিজেপি শিবিরে যোগ দেওয়ার পরে বছর ঘুরতে চলল, এখনও শোভন চট্টোপাধ্যায়কে কেন্দ্রীয় স্তর দূরস্থান, রাজ্য রাজনীতিতে একেবারেই সক্রিয় হতে দেখা যায়নি। এবারে সেই পর্বের অবসান ঘটতে চলেছে বলে মনে করছে ঘনিষ্ঠ সূত্র। 

জানা গিয়েছে, সোমবারের বৈঠকের মূল বিষয় থাকছে ২০২১ সালের বিধানসভা নির্বাচন। সেই দিকে নজর রেখে নির্বাচনী প্রচারের পূর্ণাঙ্গ পরিকল্পনা করার উদ্দেশেই বৈঠকে বসছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, জানিয়েছে সূত্র। 

করোনা সংক্রমণের রমরমা-সহ পশ্চিমবঙ্গের একাধিক ইস্যু নিয়ে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে পথে নেমেছে বিজেপি। এই পরিস্থিতিতে শোভনকে কাজে লাগানো হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। কোভিড আবহে সম্ভবত অনলাইন প্রক্রিয়ায় আলোচনাসভায় যোগ দেবেন শোভন চট্টোপাধ্যায়।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube