
নিউজটাইম ওয়েবডেস্ক : জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বিজেপিতে যোগদানের জল্পনাকে আরও একধাপ বাড়িয়ে দিলেন তাঁর পিসি তথা বিজেপি বিধায়ক যশোধরা রাজে সিন্ধিয়া। এদিন তিনি বলেন, প্রয়াত কেন্দ্রীয়মন্ত্রী তথা বাবা মাধবরাও সিন্ধিয়ার ৭৫ জন্মদিনে ‘ঘর ওয়াপসি’ হল ছেলে। দেশের মানুষের স্বর্থেই জ্যোতিরাদিত্য কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছেন বলেও এদিন দাবি করেন যশোধরা রাজে।
ইতিমধ্যেই মধ্যপ্রদেশ সরকারের ভাঙন নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে শোরগোল। এরমধ্যে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বিজেপিতে যোগদান করা নিয়েও সমানভাবে চলছে জল্পনা। তবে জ্যোতিরাদিত্য এই বিজেপি ছাড়ার সিদ্ধান্তকে ইতিবাচক বলে দাবি করে প্রশংসাও করেছেন যশোধরা রাজে।তাঁর কথায়, ‘জনসংঘ ও বিজেপি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রাজমাতা বিজয়া রাজে সিন্ধিয়ার।জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও তাঁর বাবা মাধবরাও সিন্ধিয়াকে বিশেষ সম্মান দেন বিজেপির নেতা-কর্মীরা। একসময়ে মাধবরাও সিন্ধিয়া জনসংঘের সঙ্গেও যুক্ত ছিলেন। তাই জ্যোতিরাদিত্য বিজেপিতে যোগ দিলে তা ঘর ওয়াপসি হবে। এতে আমি খুব খুশি । তাঁকে অভিনন্দনও জানিয়েছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে যেভাবে স্বাগত জানিয়েছেন। তাতে রাজমাতা বিজয়া রাজে সিন্ধিয়া সম্পর্কে তাঁদের শ্রদ্ধাই প্রকাশ পায়।’ যশোধরা রাজের অভিযোগ ২০১৮ সালে মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী হিসাবে কমলনাথ নির্বাচিত হওয়ার পর একদিকে যেমন কোনঠাসা হয়ে পড়েন জ্যোতিরাদিত্য অন্যদিকে তেমনি তাঁকে অসম্মান করতেও শুরু করে। এবিষয়ে ফের কংগ্রেসের বিরুদ্ধে গলা উঁচিয়ে বলেন, ‘দিনের শেষে প্রত্যেকের কাছেই নিজের সম্মান খুব মূল্যবান। কিন্তু, কংগ্রেসে থেকে তাকাকালীন তা কোন ভাবেই বজায় রাখতে পারছিলেননা জ্যোতিরাদিত্য। তবে তাঁদের পরিবারের প্রতি সবসময় সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করে গিয়েছে বিজেপি।’Latest posts by news_time (see all)
- কথা রাখছেন সলমন খান - March 24, 2023
- “সব চোরেদের পদবী মোদীই কেন হয়?” বিপাকে রাহুল গান্ধী - March 24, 2023
- চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন - March 24, 2023