বিচারপতি বদলেও স্বস্তি মিলল না অভিষেকের

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেন না বিচারপতি অমৃতা সিনহা। কুন্তল ঘোষের চিঠি মামলায় বহাল রইল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়।

কুন্তল ঘোষের চিঠি মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি, সিবিআই। এরপর কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরিয়ে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে স্থানান্তরিত করা হয়।

এজলাস বদল হয়ে এই সপ্তাহের সোমবার সেই মামলার শুনানি হয়। সেদিন বিচারপতি অমৃতা সিনহা মন্তব্য করেছিলেন, যে কোনো কাউকে জিজ্ঞাসাবাদ করতেই পারে তদন্তকারী সংস্থা। এতে অসুবিধা কোথায়? তদন্তে সহযোগিতা করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্যা কোথায় ? সেদিন বিচারপতি মন্তব্য করেন, তদন্তের সময় একাধিক ব্যাক্তির নাম আসতেই পারে। একজনের নাম এলে তিনি কেন সহযোগিতা করবেন না? একটু বেশি আশঙ্কায় ভুগছেন।

এরপর বিচারপতি সিনহা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মামলায় যুক্ত করার নির্দেশ দেন। শুক্রবার ছিল সেই মামলার পরবর্তী শুনানি। শুক্রবারের শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী মামলার পুনর্বিবেচনার আবেদন করেন এবং রক্ষাকবচ চান। কিন্তু সেই রক্ষাকবচ মেলেনি। অভিষেককে জিজ্ঞাসাবাদে কোন অন্তর্বর্তী স্থগিতাদেশ দেননি বিচারপতি অমৃতা সিনহা। বরং তিনি বলেন, আদালত ৭দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে। প্রয়োজনে মনে করলে যখন খুশি আসবেন। মামলার পরবর্তী শুনানি সোমবার। অর্থাৎ এই সময়ের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারবে তদন্তকারী সংস্থা

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube