বিগ বাজার সহ ফিউচার গ্রুপের রিটেল ব্যবসা কেনার পথে রিলায়েন্স

নিউজটাইম ওয়েবডেস্ক : রিটেল সেগমেন্টে বড় নাম ফিউচার গোষ্ঠী। তাদের পুরো ব্যবসা কিনে নিতে চলেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। বাজারে ফিউচার গোষ্ঠীর যা ধারদেনা আছে, সেটাও রিলায়েন্স মিটিয়ে দেবে বলে সূত্রের খবর। 

এখনও পর্যন্ত যা জানা গিয়েছে যে পাঁচটি লিস্টেড সংস্থা Future Retail Ltd, Future Consumer, Future Lifestyle Fashions, Future Supply Chain and Future Market Networks-কে মিশিয়ে  Future Enterprises Ltd (FEL) বানানো হবে। তারপর সেটিকে বিক্রি করা হবে। রিলায়েন্সের একটি রিটেল সাবসিডিয়ারি এই সংস্থাকে কিনে নেবে। তবে ৩১ জুলাইয়ের মধ্যে রিলায়েন্সকে এই চুক্তি করতে হবে, বলে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানিয়েছে মিন্টকে। এই নিয়ে এখন জোর মধ্যস্থতা চলছে। 

এই চুক্তি বাস্তবায়িত হলে Big Bazaar, FoodHall, Nilgiris, FBB, Central, Heritage Foods and Brand Factory-র দোকান এবার থেকে রিলায়েন্স চালাবে। শুধু  Lee Cooper ও All কে নেওয়া হবে না রিলায়েন্সের আওতায়। সব মিলিয়ে ১৭০০টি দোকানের হাত বদল হবে। যেসব বিদেশি সংস্থার সঙ্গে ফিউচারের চুক্তি আছে সেগুলিও রিলায়েন্সের হাতে চলে যাবে। 

এই মুহূর্তে বাজারে প্রচুর ঋণ আছে ফিউচার গ্রুপের। কিশোর বিয়ানির সংস্থাগুলির গত বছরের সেপ্টেম্বরে ঋণের পরিমাণ ছিল ১২, ২৭৮ কোটি। রিলায়েন্সের মুখপাত্র অবশ্য এই খবরের সত্যতা স্বীকার করেননি, তবে অস্বীকারও করেননি। 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube