
নিউজটাইম ওয়েবডেস্ক : কৃষাঙ্গ হত্যাকান্ডের পর থেকেই আমেরিকায় চলছে বিক্ষোভ। এক সপ্তাহ অতিক্রম করে গেলেও কমছেনা আন্দোলনের উত্তাপ। আর এই উত্তপ্ত পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক কুরুচিকর মন্তব্য যেন আরও এক ধাপ করে বাড়িয়ে দিয়েছে বিক্ষোভের তীব্রতাকে। ‘গুলি করা’, ‘সেনা নামানো’-র হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন ট্রাম্প কিন্তু বিক্ষোভ বিন্দুমাত্র প্রসমিত না হওয়ায় বিক্ষোভকারীদের এবার ‘জঙ্গি’ তকমা দিয়ে বসলেন মার্কিন প্রেসিডেন্ট।
আন্দোলনকারী আমেরিকাবাসীদের মুখে এখন একটাই কথা ‘ব্ল্যাক লাইফ ম্যাটার্স’। এমনকি প্রতিবাদের সুর দেশে গেঁথে দিতে মার্কিন প্রেসিডেন্টের হোয়াইট হাউসের সামনের রাস্তার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার প্লাজা’। নাম পরিবর্তনের পাশাপাশি সেই নাম যাতে মার্কিন প্রেসিডেন্ট সহ সবাই চাক্ষুস করতে পারেন তাই কালো পিচের রাস্তার মধ্যে হলুদ রং দিয়ে লিখে দেওয়া হবয় এই নতুন নাম। কিন্তু এই তুমুল বিক্ষোভের মধ্যেও নিজের অবস্থান থেকে এক চুলও নড়তে নারাজ প্রেসিডেন্ট ট্রাম্প। বারে বারে এই আন্দোলকারীদের বিরুদ্ধে তিনি ক্ষোভ উগরে দিয়েছেন নানার কুরুচিকর মন্তব্যের মাধ্যমে। ‘গুলি করা’, ‘সেনা নামানো’-র হুঁশিয়ারির পর এবার বিক্ষোভকারীদের ‘জঙ্গি’ তকমা দিলেন ডোনাল্ড ট্রাম্প। এবিষয়ে ট্রাম্পের এক প্রাক্তন অ্যাটর্নি জন ডাউড একটি চিঠি পাঠানো হয়। সেখানে ট্রাম্পের প্রাক্তন প্রতিরক্ষা সচিব জিম ম্যাটিস লেখেন, “এই বিক্ষোভ একেবারেই শান্তিপূর্ণ নয়। কিছু জঙ্গি ছাত্রদের ব্যবহার করছে ধ্বংসলীলা চালানোর জন্য।” আর এই চিঠি সামাজিক মাধ্যমে প্রকাশ পাওয়ার পরেই বিক্ষোভের আগুন আরো তীব্র হয়।Latest posts by news_time (see all)
- ব্যারাকপুরকাণ্ডে বিস্ফোরক সাংসদ সৌগত রায় - May 27, 2023
- দাড়িভিট কাণ্ডে তদন্তভার পেল এনআইএ - May 27, 2023
- খোদ শাসকদলের বিরুদ্ধেই উঠল নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ নির্যাতিতার উপর - May 27, 2023