
নিউজটাইম ওয়েবডেস্ক : ।। সন্দীপ সুর ।।
ক্লাব নট ফর সেল। ক্লাব বিক্রির জল্পনায় জল ঢাললেন লিভারপুলের কর্ণধার জন হেনরি। গত কয়েকমাস ধরেই লন্ডনের ক্লাবটির মাসিকানা বদল নিয়ে জল্পনা চলছিল। এমনকি লিভারপুলে আসতে পারে নতুন ইনভেস্টরও। কিন্তু ক্লাবের বর্তমান মালিক জন হেনরি স্পষ্ট করে দিয়েছেন আপাতত ক্লাব বিক্রি তারা করছেন না, তবে বিনিয়োগকারীকে স্বাগত জানানো হচ্ছে।। ২০ বছরের বেশি সময় ধরেই লিভারপুল ক্লাবের মালিকানা রয়েছে আমেরিকার এই বিনিয়োগপতির হাতেই। জন হেনরির কোম্পানী লিভারপুল বিক্রি না করলেও ফুটবলের স্বার্থে শেয়ার বিক্রি করতে রাজী আছেন। সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। বর্তমান মালিকগোষ্ঠীর সময় কালেই চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ খেতাব সহ একাধিক ট্রফি জিতেছে লিভারপুল।Latest posts by news_time (see all)
- দেখা দিলেন বিগ বি - March 27, 2023
- প্রতিবাদী ইসরায়েলের নাগরিকরা - March 27, 2023
- তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর - March 27, 2023