
নিউজটাইম ওয়েবডেস্ক : ফের উত্তপ্ত জলঙ্গি। গ্রামবাসীদের উদ্দেশ্য করে রবিবার ফের গুলি চালানোর অভিযোগ উঠল বিএসএফের বিরুদ্ধে। সংঘর্ষের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় জলঙ্গি থানার বিশাল পুলিশ বাহিনী।
সুত্রের খবর, এদিন গরু নিয়ে যাচ্ছিলেন একদল বাসিন্দা। তখনই সীমান্তরক্ষী একদল বিএসএফ জওয়ান তাঁদের রাস্তা আটকায়। প্রথম দিকে গরুর সংখ্যা নিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় বচসা। ঠিক সেই মূহুর্তে এগিয়ে যান মহিলারা। এরপরেই শুরু হয় হাতাহাতি। জওয়ানরা সেখানে দুই মহিলাকে মারধর শুরু করে। অবস্থার অবনতি বুঝে গুলি চালায় জওয়ানরা। জওয়ানদের চালানো গুলি একটি গোয়ালঘরে লাগায় দাউদাউ করে জ্বলতে থাকে সেই গোয়ালটি। খবর জানতে পেরেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সামনেও চলতে থাকে সংঘর্ষ। বহুক্ষনের চেষ্টায় ধীরে ধীরে নিয়ন্ত্রনে আসে পরিস্থিতি। এখন এলাকার অবস্থা বেশ থমথমে। ঘটনার পরেই আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। তবে এখনও ফের ফের বিএসএফ জওয়ানদের হামলা চালানোর আশঙ্কায় ভুগছে গ্রামবাসীরা।Latest posts by news_time (see all)
- বিশ্বজয় করে বাড়ি ফিরলেন হৃষিতা - February 2, 2023
- সেপটিক ট্যাংক থেকে কঙ্কাল উদ্ধার, চাঞ্চল্য - February 2, 2023
- রিজিওনাল ফরেন্সিক ল্যাবরেটরির উদ্বোধনে মুখ্যমন্ত্রী - February 2, 2023