
নিউজটাইম ওয়েবডেস্ক : ।। অভয় নাগ ।।
এক বিএসএফ(BSF) কর্মীকে মারধরের অভিযোগ উঠল এক যুবক ও তার বন্ধুদের বিরুদ্ধে। অভিযুক্ত ওই যুবকের নাম সৌরভ মণ্ডল। আক্রান্ত বিএসএফ কর্মীর নাম উত্তম দাস। তিনি গাইঘাটা থানার বায়সার বাসিন্দা। সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় উত্তম তার বাচ্চাকে ঠাকুরনগর থেকে ডাক্তার দেখিয়ে পরিবার নিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় বড়া চৌমাথা এলাকায় তিন চার জন মদ্যপ যুবক মিলে তার গাড়ি দাঁড় করায় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। অভিযোগ,উত্তম গালিগালাজের কারণ জানতে চাইলে তার উপর চাড়াও হয় যুবকেরা। এবং তাকে মারধর করে তারা। তার মাথায় এবং গলায় চোট লেগেছে। পরবর্তীতে বিষয়টি তিনি গাইঘাটা থানায় জানান। পুলিশ সূত্রে খবর, ঘটনা স্থলে পুলিশ গেলে পুলিসের উপর চড়াও হয় তারা। পরবর্তীতে ঘটনাস্থলে পৌছায় গাইঘাটা থানার বিশাল পুলিশ বাহিনী। যদিও অভিযুক্তরা পালাতক। পুলিশ তাদের খোঁজ চালাচ্ছে।Latest posts by news_time (see all)
- এবার সুস্থ থাকুন গরমেও - March 20, 2023
- গুজব ওড়ালেন জর্জ মেসি - March 18, 2023
- স্পেন দলে বিরাট পরিবর্তন - March 18, 2023