বিএসএনএল-এর  ৪ জি পরিষেবার  উন্নতিতে কোনও চাইনিজ সরঞ্জাম  ব্যবহার করা যাবে না, নির্দেশ কেন্দ্রীয় টেলিকম মন্ত্রকের

নিউজটাইম ওয়েবডেস্ক : ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল-এর  ৪ জি পরিষেবার  উন্নতিতে কোনও চাইনিজ সরঞ্জাম  ব্যবহার করা যাবে না, এমনই নির্দেশ দিল কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক। একটি সরকারি সূত্র জানিয়েছে, সীমান্তে ভারত ও চিনের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে তারই প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত। তাই বিএসএনএল-এর তরফে ৪জি পরিষেবার উন্নতিতে প্রয়োজনীয় সরঞ্জামের জন্যে নতুন করে টেন্ডার ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শুধু সরকারি টেলিকম সংস্থাই নয়, বেসরকারি সংস্থাগুলোকেও চাইনিজ সরঞ্জাম  বর্জনের ব্যাপারে অনুরোধ করার বিষয়টিও ভেবে দেখছে কেন্দ্রীয় সরকার। জানা গেছে, ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার মতো টেলিকম সংস্থাগুলি তাদের বর্তমান নেটওয়ার্কগুলিতে হুয়াইয়ের সঙ্গে কাজ করে, অন্যদিকে জেডটিই কাজ করে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল-এর সঙ্গে।

সোমবার লাদাখে ভারত-চিন সীমান্তে দুই দেশের সেনার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে। গালওয়ান উপত্যকায় হওয়া ওই সংঘর্ষের জেরে নিহত হন ২০ জন ভারতীয় সেনা জওয়ান। গত প্রায় পাঁচ দশকে এই প্রথমবার চিনের ডি-ফ্যাক্টো সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষের ঘটনায় প্রাণহানি হল।

গোটা ঘটনার জন্যে চিন ভারতীয় সেনাদের অসহিষ্ণু আচরণকে দায়ী করলেও ভারতের তরফ থেকে এই সংঘর্ষের জন্যে চিনকেই দায়ী করা হয়েছে। ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, “সীমান্ত পরিস্থিতি নিয়ে যথেষ্ট দায়িত্বশীল আচরণই করে এসেছে ভারত ৷ ওই এলাকায় যে কার্যকলাপ করা হয়েছে, তার সবটাই ভারতীয় এলাকার মধ্যে করা হয়েছে ৷ চিনের থেকেও আমরা একইরকম ব্যবহারের আশা রাখি৷ ভারত সীমান্তে শান্তি বজায় রাখা এবং যে কোনও সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানে বিশ্বাসী ৷ তবে একই সঙ্গে ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা বজায় রাখার বিষয়টিও নিশ্চিত করতে হবে”।

২০১২ সালে আমেরিকার তরফে একটি চিনা সংস্থার নির্মিত টেলিকম নেটওয়ার্ক থেকে সাইবার গুপ্তচরবৃত্তির সম্ভাবনা সম্পর্কে সতর্ক করা হয়েছিল। সেই সময়েই হুয়াই এবং জেডটিইয়ের সঙ্গে ব্যবসা করার বিষয়ে বিবেচনা করার জন্যে মার্কিন সংস্থাগুলি পরামর্শ দিয়েছিল। যদিও সেই সময় চিনা সংস্থাগুলো ওই অভিযোগগুলি অস্বীকার করে।

এমনকী চিনা টেলিকম সরঞ্জাম প্রস্তুতকারী হুয়াই বিএসএনএলের নেটওয়ার্ক হ্যাক করেছে বলে অভিযোগ ওঠে এবং তারপরেই সরকার সেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে।

 

Inform others ?
Share On Youtube

হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে !

Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube