
নিউজটাইম ওয়েবডেস্ক : বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় তিনি। ইদানিং তাঁকে নিয়ে চর্চা খানিকটা কমলেও বেশ কিছুদিন আগে পর্যন্ত সামাজিক মাধ্যমে ট্রেন্ডিং টপিকে কঙ্গনা সামনের সারিতে থাকতেন। অভিনয় জগতে তেমন কাজ করতে দেখা যায় না অভিনেত্রীকে। ডিরেক্টরদের সঙ্গে তাঁর খুব একটা সদ্ভাব নেই, এমনটাই শোনা যায় বলিউডের অন্দরে। এবার নিজের সিনেমার জন্য নিজের সবটুকু উজাড় করে দিলেন অভিনেত্রী।
সম্প্রতি পাঠান ছবি মুক্তির পর কঙ্গনাকে উদ্দেশ্য করে এক প্রোফাইল থেকে লেখা হয়, ‘পাঠান ছবির একদিনের উপার্জন, কঙ্গনার সারা জীবনের উপার্জনের থেকে বেশি’। এই কমেন্ট দেখে চুপ করে থাকেননি কঙ্গনা। তিনি পাল্টা উত্তর দিয়ে লেখেন, ‘আমার কাছে আর কোনও সঞ্চয় অবশিষ্ট নেই। আমি আমার বাড়ি, আমার অফিস সব বন্ধক দিয়েছি একটি ছবি বানানোর জন্য। এই ছবি ভারতীয় সংবিধান, এবং আমাদের দেশপ্রেম উদযাপন করবে’।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার জন্য প্রস্তুত উত্তরাখণ্ড - March 23, 2023
- হাড়ের স্বল্প ঘনত্ত্ব বাড়িয়ে তুলতে পারে ডিমেনশিয়ার সম্ভাবনা - March 23, 2023
- স্কুলে অভাব জলের, জল আনতে ভ্যান নিয়ে ছুটছেন শিক্ষকরা - March 23, 2023