
নিউজটাইম ওয়েবডেস্ক : নিউ করোনা ভাইরাসের সংক্রমণ বাইরের লোকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা আপনার বাড়ির লোকের থেকেই। জানাল দক্ষিণ কোরিয় মহামারী বিশেষজ্ঞরা। মার্কিন যুক্ত রাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের একটি রিপোর্টে জানা যাচ্ছে, তাঁদের তালিকাভুক্ত ৫৭০৬ জন রোগী যাঁরা করোনা পজিটিভ হিসেবে চিহ্নিত হয়েছেন, এবং তাঁদের সংস্পর্শে আসা ৫৯,০০০ মানুষ তাঁদের বাড়িতের সংক্রামিত হয়েছেন।
১০০ জন করোনা পজিটিভ রোগীর মধ্যে মাত্র ২ জন, বাড়ির বাইরে থেকে সংক্রামিত হয়েছেন। প্রত্যেক ১০ জনের মধ্যে একজন, তাঁদের নিজের পরিবারের সদস্যের দ্বারা সংক্রামিত হয়েছেন। পর্যবেক্ষক জিওঙ ইন কিয়ং জানান, এই ঘটনার অন্যতম বড় কারণ হল যে বয়স সীমার মানুষ বাড়ির থেকে সংক্রামিত হয়েছেন তাঁরা সকলেই পরিবারের সদস্যদের সংস্পর্শে অনেক বেশি থাকেন। এবং তাঁদের নিরাপত্তা ও সাহায্যের বেশি প্রয়োজন থাকে। ডাঃ জিওন দক্ষিণ কোরিয়ার সেন্টর ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের ডিরেক্টর পদে রয়েছেন তার সাথে এই রিপোর্টও সহ-লেখক তিনি। এই রিপোর্টের আরও এক লেখিকা, হ্যালিম ইউনিভার্সিটির কলেজ অব মেডিসিনের অধ্যাপক চো ইউং জুন জানান, ৯ বছরের নিচের শিশুদের সংক্রমণের ঘটনা সবথেকে কম। তবে তিনি এও বলেন, যেখানে ২০ থেকে ২৯ বছর বয়েসি রোগীদের ওপর যে পরীক্ষা চালানো হয়, তাতে লোক সংখ্যা ছিল ১,৬৯৫। অন্যদিকে ৯ বছর বয়েসি রোগীর সংখ্যা ছিল মাত্র ২৯। এর জন্যেও ফলাফলে এই তারতম্য থাকতে পারে। এমনকি পূর্ণ বয়স্কদের থেকে শিশুদের মধ্যে করোনার লক্ষণ না থাকার সম্ভাবনা বেশি। পজিটিভ হলেও তারা লক্ষণহীন হয়। এরফলে তালিকাভুক্তির সময় তাদের চিহ্নিত করতেও বেগ পেতে হয় চিকিৎসকদের। ডাঃ চো জানান, দুই বয়সসীমার রোগীদের মধ্যে বিসেষ পার্থক্য না থাকলেও, শিশুদের ক্ষেত্রে সংক্রমণ হওয়ার সম্ভাবনা কম থাকে। এবং আমাদের তথ্য এই ব্যাখ্যাকে সত্যি প্রমাণ করতে সাহায্য করেছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022