
নিউজটাইম ওয়েবডেস্ক : চোখের তলায় ডার্ক সার্কেলের সমস্যা থেকে অনেকেরই। দুশ্চিন্তা কিংবা জেনেটিক কারণে চোখের তলায় এমন মেঘ নামে। বাজারে ডার্ক সার্কেল কমানোর বহু ক্রিম পাওয়া যায়। কিন্তু সেগুলির দাম এত বেশি যে অনেকেই তা ব্যবহার করতে পারেন না। জানেন কী? বাড়িতেই একেবারে ঘরোয়া পদ্ধতিতে ডার্ক সার্কেল কমিয়ে ফেলতে পারবেন। কী করবেন জেনে নিন।
ঠান্ডা দুধ: ডার্ক সার্কেল কমানোর অন্যতম সমাধান হল, ঠাণ্ডা দুধ দেওয়া। দুধে রয়েছে ল্যাকটিক অ্যাসিড।যা ডার্ক সার্কেল কমাতে সাহায্য করে। এমনকি ভাঁজ খাওয়া চামড়া ও বলিরেখা কমাতেও সাহায্য করে। ঠান্ডা দুধে তুলো ভিজিয়ে ১৫ মিনিটের জন্য চোখ বন্ধ করে চোখের ওপর থেকে চোখের চারপাশে দিয়ে রাখুন। ভালো রেজাল্টের জন্য সপ্তাহে অন্তত তিন দিন এই প্রক্তিয়া করুন। আলু: আলুতে রয়েছে ভিটামিন সি। যা ত্বকের জন্য খুবই ভালো অ্যান্টিঅক্সিডেন্ট। ত্বকের মৃত চামড়া দূর করতে সাহায্য করে আলু। ডার্ক সার্কেল কমানোর জন্য কিছুটা আলু ঘষে নিয়ে তা থেকে আলুর রস বের করে নিন। সেই রস চোখের চারপাশে দিয়ে রাখুন ১০ মিনিট। তারপর মুখ ধুয়ে নিন। শসা: ডার্ক সার্কেল দূর করতে শসা ব্যবহারের কথা কে না জানে!একটুকরো শসা পাতলা করে কেটে নিয়ে চোখের উপরে দিয়ে রাখুন। ১০ থেকে ১৫ মিনিট পরে সেই শসার টুকরো সরিয়ে নিন।মাত্র একটি শসার টুকরো কিছুক্ষণেই আপনার ডার্ক সার্কেল অনেকটা কমাতে সাহাজ্য করবে। টি ব্যাগ: গ্রীন টি অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস। টি ব্যাগগুলিতে খানিকটা ক্যাফেইনও থাকে। এই ক্যাফেইন রক্তের কোষগুলিকে আরাম দেয়। এই টি ব্যাগগুলি ডার্ক সার্কেল দূর করার ভালো উৎস। এর জন্য ব্যবহার করে ফেলা টি ব্যাগ ৩০ মিনিট ফ্রিজে রেখে দিন। এরপর বের করে নিয়ে তা ১০ থেকে ১৫ মিনিট চোখের উপরে দিয়ে রাখুন। আমন্ড ওয়েল: আমন্ড বাদামে রয়েছে ভিটামিন ই, ভিটামিন কে এর মতো ভিটামিন রয়েছে। অ্যালোভেরা জুসের সঙ্গে আমন্ড বাদাম গুঁড়ো করে দিয়ে তা চোখের নীচে ১০ থেকে ৫ মিনিট রেখে ধুয়ে ফেললে উপকার পাবেন।Latest posts by news_time (see all)
- দেখা দিলেন বিগ বি - March 27, 2023
- প্রতিবাদী ইসরায়েলের নাগরিকরা - March 27, 2023
- তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর - March 27, 2023