বাড়ানো হল কনটেইনমেন্ট জোনের সংখ্যা, বৃহস্পতিবার থেকে ফের গৃহবন্দি রাজ্য

নিউজটাইম ওয়েবডেস্ক : গত বেশ কয়েক সপ্তাহ ধরেই আনলক পর্ব চলছিল রাজ্যে। এর মধ্যেই আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছিল আক্রান্তের সংখ্যা। এই নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছিল সকলেরই। এবার সেই বিষয়েই ব্যবস্থা নিল রাজ্য সরকার। মঙ্গলবার রাজ্য সরকারের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে, বৃহস্পতিবার অর্থাৎ ৯ই জুলাই থেকে রাজ্য জুড়ে লাগু হবে কড়া লকডাউন। বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে শুরু হবে লকডাউন। এই লকডাউন চলবে আগামী ১৪ দিন।

প্রশাসন সূত্রে জানা ‌যাচ্ছে, লকডাউন লাকালীন সতর্কতার জন্য সংক্রমণের হার নিয়ন্ত্রণে ছিল। কিন্তু আনলক শুরু হওয়ায় মানুষের মধ্যে উদাসীনতা বাড়তে শুরু করেছে। ‌যত্রতত্র জমায়েত হচ্ছে, মাস্ক সম্পর্কে বেশিরভাগ মানুষ সচেতন না। এই নিয়ে বেশ চিন্তায় ছিল রাজ্য প্রশাসন। সেই চিন্তাই সত্যি প্রমানিত হচ্ছে প্রত্যেকদিন বাড়তে থাকা সংখ্যায়।

‌যেখানে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুরত্ববিধির সম্পর্কে সতর্ক করেছেন, সেখানে মানুষের এই গা ছাড়া ভাব বেশ আশঙ্কাজনক। এক শ্রেণির মানুষের বেপরোয়া মনোভাবের জন্য সামগ্রিক ক্ষত হচ্ছে রাজ্যের।

সমস্ত জেলাশাসকদের কাছে সম্প্রতি রিপোর্ট চেয়েছিলেন, জেলাগুলির অবস্থা বোঝার জন্য। এরপরই লকডাউন আরও কড়াকড়ি করার কথা জানান তিনি। সমস্ত জেলার মধ্যে দুই ২৪ পরগণা, মালদা, হাওড়া, হুগলী ও কলকাতায় বেশু জোর দেওয়া হয়েছে কারণ এই জেলাগুলিতেই সংক্রমণের হার সর্বাধিক।

  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube