
নিউজটাইম ওয়েবডেস্ক : এইমস-এর তরফে এই খবর নিশ্চিত করা হয়েছে। ইতালির ১৫ জন পর্যটকের করোনাভাইরাস ধরা পড়েছে। এর ফলে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৮, জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।
জয়পুরের হাসপাতালে ভর্তি ইতালির পর্যটক করোনাভাইরাসে আক্রান্ত। পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভায়রোলজিতে তাঁর থ্রোট সোয়াব ও রক্তপরীক্ষার পর তাঁর শরীরে কোভিড-১৯-এর হদিশ মিলেছে। তাঁর স্ত্রীর দেহেও বাসা বেঁধেছে এই রোগ। জয়পুরের এই ব্যক্তির নাম সোয়াই মান সিং। আপাতত হাসাপাতালে ভর্তি আছেন তিনি। ৬৯ বছরের পর্যটক ও তাঁর স্ত্রীর করোনাভাইরাস ধরা পড়ায় আতঙ্ক বেড়েছে রাজস্থান প্রশাসনের। এই দুই পর্যটক ইতালির ২৩ পর্যটকের দলের সঙ্গে ভারতে এসেছিলেন এবং তাঁরা নানা পর্যটন স্থলে ভ্রমণ করেছেন। তাঁদের কারণে রোগটি ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। অসুস্থ হয়ে পড়ায় জয়পুরেই থেকে যান তিনি ও তাঁর স্ত্রী। আর দলের বাকিরা রওনা দেন আগ্রার দিকে। এসএমএস মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডা. সুধীর ভাণ্ডারী জানিয়েছেন, দুজনের চিকিত্সা চলছে। সোয়াই মান সিং কে ভেন্টিলেটরে রাখা হয়েছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022