
নিউজটাইম ওয়েবডেস্ক : লকডাউনে ইতি টেনে শুক্রবার অফিস-আদালত খোলার অনুমতি দিয়েছে রাজ্য সরকার। কিন্তু মানুষ অফিসে পৌঁছবে কী করে? সোশ্যাল ডিসট্যান্সিংয়ের বিধি মেনে বাস চালিয়ে লাভ নেই বলে বাস রাস্তায় নামাননি মালিকরা। ফলে ভরসা শুধু সরকারি বাস তাও সংখ্যায় বেশ কম। এই পরিস্থিতিতে শুক্রবার বাসে যাত্রী তোলার ক্ষেত্রে নিয়মে কিছুটা পরিবর্তন করল রাজ্য সরকার। আজ বৃহস্পতিবার নতুন সেই বিধি জানান মুখ্যমন্ত্রী।
এতদিন বাসে ২০ জনের বেশি যাত্রী তোলায় নিষেধাজ্ঞা ছিল। এবার সেই নিষেধাজ্ঞা বেশ কিছুটা বাড়িয়ে দিল সরকার। সরকারের তরফে জানানো হয়েছে, বাসে যতগুলো আসন ততজন যাত্রী তোলা যাবে। তবে যাত্রীদের জন্য মাস্ক ও গ্লাভস পরা বাধ্যতামূলক করা হয়েছে। এদিন মমতা বলেন, কিছু জায়গায় বাসে অতিরিক্ত যাত্রী তোলার দাবিতে কনডাক্টরদের হেনস্থা করা হচ্ছে বলে খবর মিলেছে। এরকম ঘটনা ঘটলে সেই রুটে বাস বন্ধ করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানান, বাসে কোনও যাত্রীকে দাঁড়িয়ে সফর করানো যাবে না। সঙ্গে সোশ্যাল ডিসট্যান্সিংয়ের বিধি মানতে হবে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022