
নিউজটাইম ওয়েবডেস্ক : দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে স্থানীয় এক তৃণমূল নেতাকে গুলি করে খুন করল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। বুধবার এমনটাই জানিয়েছে পুলিশ। এক পুলিশ আধিকারিক জানান, আজ প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন বাসন্তীর তৃণমূল নেতা ৫৬ বছরের আমির আলি খান, সেই সময় তাঁকে গুলি করে দুষ্কৃতীরা। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় তাজা বোমা ছোঁড়ে তারা, ফলে তিনজন আহত হন বলে জানিয়েছে পুলিশ। তৃণমূল নেতা আমির আলি খানের খুনের পিছনে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব রয়েছে রয়েছে পুলিশ সূত্রের খবর। এলাকার দখল কাদের হাতে থাকবে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই রেষারেষি ছিল তৃণমূলের যুব ও মূল সংগঠনের মধ্যে। ঘটনার পরেই দলের এক যুব নেতার বাড়ি ভাঙচুর করেন স্থানীয়রা।
ঘটনার সঙ্গে কোনওরকম জড়িত থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছে রাজ্যের শাসকদল। পাশাপাশি দলের গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্বও খারিজ করে দিয়েছে তারা। আমির আলি খানের খুনের ঘটনায় বিরোধীদের দিকে আঙুল তুলেছে রাজ্যের শাসকদল।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022