নিউজটাইম ওয়েবডেস্ক :
ফের বালি বোঝাই গাড়ির ধাক্কায় একজনের মৃত্যু আসানসোলে। আজ ভোরবেলা আসানসোলের দামড়া এলাকায় এক সাইকেল আরোহী গারিবনধারী’র মৃত্যু কে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। পুলিশ দ্রুত মৃতদেহ এলাকা থেকে তুলে হাসপাতালে পাঠায় ।
খবর পেয়ে উত্তেজিত জনতা
বালি বোঝাই লরি ভাঙচুর
করে বালি পরিবহন বন্ধ
করে দেয়। তাদের
দাবি, এলাকার সরু রাস্তা
দিয়ে যেভাবে বড় ডাম্পর,
লরিতে করে বালি পরিবহন
হচ্ছে তা বিপজ্জনক।
পুলিশ প্রশাসনকে বলেও কোনো লাভ
হয়নি।