লা লিগায় বার্সোলোনাকে জয় উপহার ভিএআরের। অ্যাটলেটিকো বিলবাওয়ের বিরুদ্ধে ১-০ গোলে জয় পেল বার্সা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে রাফানিয়া গোল করে এগিয়ে দিলেন কাতালান জায়ান্টদের। কিন্তু ম্যাচের শেষ লগ্নে টান টান নাটক।
৮৮ মিনিটে উইলিয়ামস বার্সার জালে বল জড়ালেন। কিন্তু বিধি বাম। ভিএআরে গোল বাতিল হল। এরপরও সুযোগ পেয়েছিল বিলবাও। কিন্তু বার্সার রক্ষনেই আটকে গেল বিলবাওয়ের সমতা ফেরানোর সব সুযোগ। ২৫ ম্যাচে ৬৫ পয়েন্ট খেতাবী লড়াইয়ে তরতড়িয়ে এগোচ্ছে জাভির দল।