
।।স্বর্ণালী মান্না ।।
বারান্দা থেকে পড়ে মৃত্যু হল দু’বছরের এক শিশুর ।এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে চিনার পার্কের একটি আবাসনে । ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায় । শোকস্তব্ধ শিশুটির পরিবার ।
পুলিশ সুত্রে খবর মাত্র ২ বছর বয়সের ওই শিশুটি বারান্দার গ্রিল বেয়ে উপরে উঠে যায় ।এর পর সেখান থেকে নীচে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয় বলে জানা যাচ্ছে ।এর পাশাপাশি পুলিশ জানিয়েছে শিশুটির বাবা পেশায় একজন ব্যবসায়ী ।
স্থানীয় বাসিন্দাদের দাবি অনুযায়ী প্রায় ৬ মাস আগে ওই পরিবারটি আবাসনের ৬ তলার একটি ফ্ল্যাটে থাকতে শুরু করেন । শিশুটির পড়ে যাওয়া নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে সকলের মনে । তবে পুলিশ আধিকারিকদের প্রাথমিক অনুমান, শিশুটির মা রান্না ঘরে ছিলেন ও তাঁর বাবাও বাড়িতে ছিলেন না । সুতরাং খেলতে খেলতে বারান্দার রেলিং টপকে ৬ তলা থেকে নীচে পড়ে গিয়ে মৃত্যু হয় শিশুটির ।পরে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।
- মণিপুরে সন্ত্রাসবাদী হামলা, শহিদ বিএসএফ জওয়ান - June 6, 2023
- বিদেশযাত্রায় বাধা রুজিরা বন্দ্যোপাধ্যায়ের, হাজিরার নোটিশ দিল ইডি - June 5, 2023
- প্রয়াত মহাভারত খ্যাত অভিনেতা গুফি পেন্টাল - June 5, 2023