“বাম কংগ্রেস ঘোলা জলে মাছ ধরছে”, বিরোধীদের তোপ মমতার

নিউজটাইম ওয়েবডেস্ক : বাম কংগ্রেস ঘোলা জলে মাছ ধরছে, মন্তব্য করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তৃণনূল কংগ্রেসের নতুন কর্মসূচির ঘোষণার অনুষ্ঠানে বিরোধীদের তোপ দাগলেন মুখ্যমন্ত্রী।

কংগ্রেস সিপিএম এর ভোট ভাগাভাগি করে দিয়ে দিয়েছে বিজেপিকে এমন অভি‌যোগও আনলেন তিনি। সমগ্র ভারতে কংগ্রেসের সমগঠন থাকা সত্ত্বেও তারা দিল্লির ঘটনার কোনোরকম প্রতিবাদ করেনি তারা, চুপ করে থাকছে এতবড় হিংসার ঘটনাতেও।

এরপরই বাম নেতা সুজন চক্রবর্তি বলেন, বাংলার গর্ব মমতা বলে আজ বাংলার ঐতিহ্য ও ইতিহাসকে অপমান করা হল। এই নাম বাংলার সমস্ত মনিষিদের, মহান ব্যক্তিত্বদের অবদান আগ্রাহ্য করা হল। বিজেপিরই ভাষাকে ধার করে এবার প্রচারে নামলো তৃণনূল।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube