বামেদের মিছিলে প্রকাশ্য রাস্তায় মহিলার ‘বস্ত্রহরণ’ পুলিশের

মাথার উপর ছাদ নেই যাদের, তাদের স্থায়ী ছাদ দিতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু দেখা গেল, আবাস দুর্নীতি’তে ঘুঘুর বাস রাজ্যে। যারা ঘর পাওয়ার যোগ্য, তাদের সরিয়ে আবাসের তালিকায় নাম রয়েছে তৃণমূলের নেতা থেকে শুরু করে তাদের দূরের-অদূরের আত্মীয়দের। শাসক দলের এই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নেমেছিল বামেরা। সেই বামেদের মিছিলেই প্রকাশ্য রাস্তায় মহিলার বস্ত্র ধরে টানাটানি করলেন জনৈক মহিলা পুলিশ।

ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে। এদিন আবাস দুর্নীতির বিরুদ্ধে পথে নেমেছিলেন বাম সমর্থকেরা। উপস্থিত ছিলেন বামেদের মুখ সেলিম-সুজনরা। নন্দকুমারের বিডিও অফিসে এই মর্মে স্মারকলিপি জমা দিতে গিয়ে, বিক্ষোভ দেখান তাঁরা। সেই বিক্ষোভ সামাল দিতে গিয়েই সংযম হারানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। লজ্জায় মাথা হেট হওয়ার মতো অশোভনীয় চিত্র ধরা পড়ল ক্যামেরায়।

বামেদের ওই মিছিলে উপস্থিত ছিলেন মহিলা প্রতিবাদীরা। তাঁদেরই একজনকে পরাস্ত করতে গিয়ে টানা হিচড়া করতে শুরু করেন এক মহিলা পুলিশকর্মী। আন্দোলনকারী ওই মহিলার শাড়ি খুলে আসার জোগাড়। সেই ভিডিও নিয়েই শুরু হয়েছে সমালোচনা।

এর আগে মহিলা পুলিশ কর্মীকে চাকরিপ্রার্থীর হাতে কামড়ে দিতে দেখা গিয়েছিল, সেই জের টেনেই আজকের ঘটনার পর, পুলিশ কর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। তাঁরা বলছেন, এ যেন দ্রৌপদির বস্ত্রহরণের সেই নির্মম-নিষ্ঠুর দৃশ্য। সেই সঙ্গে প্রশ্ন তুলছেন পুলিশ-মন্ত্রী মমতার ভূমিকা নিয়েও।

বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পল টুইট করে মমতার বিরুদ্ধে উগড়ে দিয়েছেন ক্ষোভ। এদিন তিনি লিখেছেন, ‘এই রাজ্যে মা দুর্গাদের কোনও সম্মান নেই। মমতা ব্যানার্জি’ই একমাত্র বাংলার মেয়ে। বাংলার মহিলাদের বস্ত্রহরণ কে করে তা আর চাপা রইল না। পুলিশ-মন্ত্রী লজ্জা। ‘

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube