
নিউজটাইম ওয়েবডেস্ক : বাবা হলেন হার্দিক পান্ডিয়া। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন টিম ইন্ডিয়ার তারকা অল-রাউন্ডারের স্ত্রী নাতাশা। সোশ্যাল মিডিয়ায় পান্ডিয়া নিজেই জানান তাঁর পিতা হওয়ার খবর। ইনস্টাগ্রাম ও টুইটারে হার্দিক লেখেন, ‘ঈশ্বর আমাদের পুত্র সন্তান দিয়ে আশীর্বাদ করেছেন।’
গত বছর বর্ষবরণের রাতে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে সার্বিয়ান মডেল-অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে নিজের সম্পর্কের ইঙ্গিত দেন হার্দিক। ঠিক পরের দিনই অর্থাৎ, নববর্ষের দিন (১ জানুয়ারি) সকলকে চমকে দিয়ে নাতাশার সঙ্গে বাগদান সারেন পান্ডিয়া। চমকের অবশ্য এটাই শেষ ছিল না। গত ৩১ মে সোশ্যাল মিডিয়াতেই নাতাশার মা হতে চলার খবর জানান হার্দিক। সেইদিন প্রকাশ্যে আসে তাঁদের লুকিয়ে বিয়ে সেরে ফেলার খবরও। লকডাউন পর্বে হার্দিকের সঙ্গে তাঁর বাড়িতেই ছিলেন নাতাশা। পান্ডিয়া ও তাঁর পরিবারের সঙ্গে সময় কাটানোর বহু মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সার্বিয়ান অভিনেত্রী। নাতাশার সঙ্গে একান্তে সময় কাটানের একাধিক ছবি পোস্ট করেন পান্ডিয়াও। লকডাউনের মাঝে হার্দিকের বাড়িতে তারকা ক্রিকেটারের সঙ্গে বিয়ের অনুষ্ঠান সেরে ফেলেন নাতাশা। কিছুদিন আগে প্রি-ডেলিভারি ফটোশ্যুটও সারেন নাতাশা এবং হার্দিক পান্ডিয়া। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন দু’জনে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022