
নিউজটাইম ওয়েবডেস্ক : লরির ধাক্কায় মৃত্যু হল এক স্কুল ছাত্রের। নিহতের নাম শাকিল গাজী, বয়স ১৬। বুধবার রাতে বাবার সাথে মেলা থেকে বেলুন বিক্রি করে ফিরছিল শাকিল। সাইকেলে করে ফেরার পথে বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হয় তার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার রাজাপুর এলাকায় ক্যানিং বারাইপুর রোড এর উপরে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘাতক লরিটির খোঁজে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।
পুলিশের স্থানীয় সূত্রের খবর ক্যানিং থানার তালদি গ্রাম পঞ্চায়েতের পূর্ব শিবনগর গ্রামের বাসিন্দা শাকিল। তালদি মোহনচাঁদ হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র সে। পরিবারের দরিদ্রতার কারণে পড়াশোনার সাথে সাথে মেলায় মেলায় বেলুন বিক্রি করতো সে। বুধবার সন্ধ্যায় গিয়েছিল পার্শ্ববর্তী এলাকা ঘোলা বাজারের একটি মেলায় বেলুন বিক্রি করতে। সেখান থেকেই রাত্রি সাড়ে বারোটা নাগাদ বাবার সাথে ফিরছিল শাকিল। তখনই বারুইপুরগামী একটি লরি তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘাতক লরির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।Latest posts by news_time (see all)
- দেখা দিলেন বিগ বি - March 27, 2023
- প্রতিবাদী ইসরায়েলের নাগরিকরা - March 27, 2023
- তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর - March 27, 2023