Notice: Undefined offset: 0 in /home4/newstime/public_html/wp-content/themes/newsium/functions.php on line 406

বাবার শেষকৃত্যে থাকছেন না যোগী আদিত্যনাথ

নিউজটাইম ওয়েবডেস্ক : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইতে সশরীরে নেতৃত্ব দিচ্ছেন তাই নিজের জীবনের অপূরণীয় ক্ষতির দিনেও কাজকেই আগে গুরুত্ব দিলেন ৷ সোমবারই পিতৃবিয়োগ ঘটেছে যোগী আদিত্যনাথের ৷ কিন্তু তিনি বাবাকে শেষবারের জন্য দেখলেনও না আর হাজির থাকবেন না শেষকৃত্যের অনুষ্ঠানে বলে জানা গেছে।

তবে নিজে থাকতে না পারলে ও বাড়ির লোককে জানিয়ে দিয়েছেন ঠিক কীভাবে অংশ নিতে হবে এই অনুষ্ঠানে ৷ ২১ এপ্রিল হরিদ্বারে হবে যোগী আদিত্যনাথের বাবার শেষকৃত্য ৷ সেখানে পরিবারের লোককে সোশ্যাল ডিসট্যান্সিং মেনে চলতে বলেছেন ৷ নিজের মাকে জানিয়েছেন লকডাউন মিটে গেলে তিনি তাঁর সঙ্গে দেখা করবেন তিনি ৷

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ চিঠি লিখে জানিয়েছেন – তাঁর পূজনীয় বাবা-র কৈলাসবাসী হওয়া নিয়ে তিনি গভীরভাবে দুঃখিত ও গভীর শোকে নিমজ্জিত ৷ তাঁর বাবা তাঁর পূর্বাশ্রমের জন্মদাতা ৷ জীবনে সততা, কঠোর পরিশ্রম ও নিঃস্বার্থভাবে লোকে র ভালোর জন্য কাজ করেছিলেন ৷ জীবনে ওনার থেকেই তিনি বহু শিক্ষা নিয়েছেন ৷ অন্তিম অবস্থায় অন্তিম দর্শনের জন্য খুব ইচ্ছা ছিল তাঁর ৷ কিন্তু বিশ্ব জোড়া করোনা অতিমারীর জেরে দেশ লড়ছে ৷ উত্তরপ্রদেশের ২৩কোটি মানুষের ভালোর জন্য এই কঠিন সিদ্ধান্ত তিনি নিচ্ছেন। বাবার কাজ কোনওরকম সমারোহ ছাড়া করা হবে ৷ পূজ্যপাদ বাবার স্মৃতিকে নমস্কার জানিয়ে বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তিনি৷

 

 

Inform others ?
Show Buttons
Hide Buttons