বাবরি ধ্বংসে আডবানি-সহ বিজেপি নেতাদের বিরুদ্ধে মামলায় সেপ্টেম্বরের মধ্যে রায় দিতে হবে : সুপ্রিম কোর্ট

নিউজটাইম ওয়েবডেস্ক : আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বাবরি মসজিদ ধ্বংসের ঘটনায় লালকৃষ্ণ আডবানির বিরুদ্ধে ফৌজদারি মামলার শুনানি শেষ করে রায় দিতে হবে। এমনটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সেই ফৌজদারি মামলায় বর্ষীয়ান বিজেপি নেতা মুরলী মনোহর জোশী এবং উমা ভারতীর নামও আছে।

গত মে মাসে বিশেষ আদালতের বিচারক সুরেন্দ্র কুমার যাদবকে ৩১ অগস্টের মধ্যে রায় দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। তারপর বিচারক যাদবের রিপোর্ট বিবেচনা করে বিচারপতি আর নরিম্যানের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ সেই মেয়াদ একমাস বাড়িয়েছে। সেই রিপোর্ট বিচারক যাদব জানিয়েছিলেন, শুনানি পর্ব একেবারে শেষ পর্বে আছে।

গত ১৯ অগস্টের ডিভিশন বেঞ্চ বলে, ‘বিশেষ বিচারক সুরেন্দ্র কুমার যাদবের রিপোর্ট পড়ে এবং শুনানি একেবারে শেষ পর্যায়ে আছে বিবেচনা করে রায়দান-সহ শুনানি সম্পূর্ণ করার জন্য আমরা একমাস সময় (অর্থাৎ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত) মঞ্জুর করছি।’

 

Inform others ?
Share On Youtube

হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে !

Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube