বাড়ি বসে বই দেখে ২৪ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে উত্তরপত্র, জানাল কলকাতা বিশ্ববিদ্যালয়

নিউজটাইম ওয়েবডেস্ক : পশ্চিমবঙ্গে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত বর্ষের পরীক্ষা ‘ওপেন বুক’ পদ্ধতিতে হবে বলে সোমবারই সিদ্ধান্ত হয়েছিল। বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তার ২ দিনের মধ্যে ওই সিদ্ধান্ত কার্যকর করে পরীক্ষার বিধিনিয়ম ঘোষণা করল কলকাতা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, আগামী ১ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত বিভিন্ন বিভাগে চলবে পরীক্ষা। 

কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে বুধবার পরীক্ষার যে বিধিনিয়ম প্রকাশ করা হয়েছে, তা হল

১. পরীক্ষা হবে ওপেন বুক পদ্ধতিতে

২. পরীক্ষা দেওয়া যাবে অনলাইনে। হলে গিয়ে পরীক্ষা দেওয়ার কোনও ব্যবস্থা থাকবে না। 

৩. ইমেইল বা হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র পৌঁছবে পরীক্ষার্থীর কাছে।

৪. ইমেইল বা হোয়াটসঅ্যাপেই উত্তরপত্র জমা দিতে হবে। 

৫. প্রশ্নপত্র পাওয়ার পর থেকে উত্তরপত্র জমা দেওয়ার জন্য ২৪ ঘণ্টা সময় পাবেন পরীক্ষার্থীরা। 

৬. যে টুকু সিলেবাস পড়ানো হয়েছে তার ওপরেই প্রশ্ন হবে। গোটা সিলেবাসের ওপর পরীক্ষা হবে না।

৭. খাতা দেখবেন সংশ্লিষ্ট কলেজের অধ্যাপকরা। 

কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে আরও জানানো হয়েছে, কোনও পরীক্ষার্থী চাইলে বিশ্ববিদ্যালয়ে এসেও তার উত্তরপত্র জমা দিতে পারে। 

বলে রাখি, গত সপ্তাহেই কলেজ বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা বাধ্যতামূলক বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। যার ফলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা আয়োজন বাধ্যতামূলক হয়ে গিয়েছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube