
নিউজটাইম ওয়েবডেস্ক : বাড়়ি থেকে এক কিলোমিটার দূরে উদ্ধার হল হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের (৬৫) দেহ। তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে।
বিধায়কের পরিবারের দাবি, গতরাত একটা নাগাদ বন্দোলের বাড়ি থেকে কয়েকজন তাঁকে ডেকে নিয়ে যান। সবাই বাইকে করে এসেছিলেন। তারপর সোমবার ভোরের দিকে হেমতাবাদ থানার বালিয়া মোড় এলাকায় একটি বন্ধ দোকানের বারান্দায় বিজেপি বিধায়কের ঝুলন্ত দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে খুন নাকি আত্মহত্যা, তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর বিষয়টি স্পষ্ট হবে বলে জানানো হয়েছে। যদিও পরিবারের দাবি, পরিকল্পিতভাবেই ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। বিধায়কের স্ত্রী চাঁদিমা রায়ের অভিযোগ, খুন করে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। বিজেপি বিধায়কের এক আত্মীয়ও খুনের অভিযোগ তুলে দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন। উল্লেখ্য, ২০১৬ সালে বিধানসভা ভোটে হেমতাবাদ আসন থেকে সিপিআইএমের টিকিটে জিতেছিলেন দেবেন্দ্রনাথ। টানা তিনবার পঞ্চায়েত প্রধানও ছিলেন। পরে গত বছর তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022