
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনীর জেরে গৃহবন্দি জীবন কাটাচ্ছেন দেশবাসী। বাদ যাননি সেলেবরাও। ইতিমধ্য়েই দেশের এই সংকটজনক পরিস্থিতিতে জনসাধারনের উদ্দেশ্যে সতর্ক থাকার বার্তা দিয়েছেন বিভিন্ন তারকারা। এবার সেই তালিকায় নাম লেখালেন বলিউডের ‘ড্রামা কুইন’ রাখী সাওয়ান্ত। তবে তাঁর সতর্কবাণী সকলের থেকে একেবারেই আলাদা।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করেন রাখী। যেখানে তিনি একদিকে যেমন করোনা সংক্রমণ থেকে বাঁচার উপায় বাতলেছেন অন্যদিকে ঠিক একইভাবে দেশের মানুষকে কড়া ভাষায় আক্রমণ শানাতেও ছাড়েননি। তাঁর কথায়, এত পাপ করার ফলেই আজ মানুষকে ভুগতে হচ্ছে। মা বাবার ওপর অত্যাচার, ধর্ষন, মদ্যপান, মিথ্যাচার ইত্যাদির জন্যই আজ ঈশ্বর ক্ষুব্ধ হয়েছেন। তাই সকলকে সেই শাস্তি ভোগ করতে হচ্চে। এদিন ভিডিও বার্তায় তিনি আরও বলেন, এই সংক্রমণ থেকে মুক্তির জন্য আমি হাত, মুখ ধুতে বলবনা। এর জন্য নিজেকে সর্বাগ্রে শুদ্ধ করতে হবে। তাহলেই আমাদের কোন রোগ ছুঁতে পারবেনা।
Latest posts by news_time (see all)
- মুম্বাইয়ের স্কুলে শিক্ষিকা কারিনা - March 26, 2023
- প্রধানমন্ত্রীর “মন কি বাত” - March 26, 2023
- শ্রীলঙ্কার এক ব্যক্তিকে আটক করে ভারতীয় উপকূল রক্ষী - March 25, 2023