
নিউজটাইম ওয়েবডেস্ক : দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্ক এলাকায় প্রাক্তন প্রেমিকাকে গুলি করে খুন করল এক যুবক। শনিবারের এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, শনিবার ভোরবেলা বছর কুড়ির প্রিয়াঙ্কা পুরকায়স্থকে লক্ষ্য করে গুলি চালায় তাঁর একসময়ের প্রেমিক জয়ন্ত হালদার। ঘটনা সম্পর্কে প্রাথমিকভাবে যা জানা গেছে তা হল, শনিবার সকাল ৮টা নাগাদ হঠাৎই প্রাক্তন প্রেমিকা প্রিয়াঙ্কার বাড়িতে হানা দেয় জয়ন্ত। তারপরেই খুব কাছ থেকে উইমেন্স খ্রিস্টান কলেজের তৃতীয় বর্ষের ওই কলেজ ছাত্রীকে গুলি করে পালিয়ে যায় সে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে রিজেন্ট পার্ক থানার পুলিশ। পুলিশ আততায়ী ওই যুবকের খোঁজে সব জায়গায় চিরুণি তল্লাশি চালাচ্ছে বলে খবর।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, “এখনও পর্যন্ত যা জানা গেছে তা হল, জয়ন্ত হালদার নামে ওই যুবকের সঙ্গে কিছুদিন আগে পর্যন্তও প্রেমের সম্পর্ক ছিল প্রিয়াঙ্কার। তবে জয়ন্ত বিবাহিত এই কথা জানার পরেই তাঁর সঙ্গে সমস্ত সম্পর্ক ভেঙে দেয় ওই তরুণী। যা বোঝা যাচ্ছে, প্রেমিকা হাতছাড়া হয়ে যাওয়াতেই রাগের মাথায় ওই কাণ্ড ঘটিয়েছে অভিযুক্ত যুবক”।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022