
নিউজটাইম ওয়েবডেস্ক : শোনা যাচ্ছিল ২১ দিনের মেয়াদ বাড়ানো হবে। কিন্তু সোমবার সরকার স্পষ্ট জানিয়েছে যে দেশব্যাপী ২১ দিনের লকডাউন বাড়ানো হবে বলে দাবি করা রিপোর্টগুলি ‘ভিত্তিহীন’। এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব রাজীব গৌবাও এই প্রতিবেদনের খণ্ডন করেছেন এবং জোর দিয়ে বলেছেন যে লকডাউন করার মেয়াদ বাড়ানোর কোনও পরিকল্পনা নেই।
নিউজ এজেন্সি এএনআই গাউবার জানিয়েছে, ‘এ জাতীয় প্রতিবেদন দেখে আমি অবাক, লকডাউন বাড়ানোর কোনও পরিকল্পনা নেই’। ২৪ শে মার্চ, মহামারী সম্পর্কে জাতির উদ্দেশ্যে দ্বিতীয় ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১ দিনের জন্য সারাদেশে সম্পূর্ণ লকডাউনের কথা ঘোষণা করেছিলেন, জোর দিয়েছিলেন যে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে সামাজিক দূরত্বই একমাত্র উপায়।তিনি দেশবাসীর কাছে পরের তিন সপ্তাহের মধ্যে তাদের বাড়ি না ছাড়ার পরামর্শ দেন। ইতিমধ্যে, ভারতে নিশ্চিত করোনভাইরাসে আক্রান্তের সংখ্যা ১১০০-ছাড়িয়ে গেছে। এভাবেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমে বেড়ে চলায় অনেকেই মনে করছিলেন যে লকডাউনের মেয়াদ বাড়ানো হতে পারে। এই নিয়ে শুরু হয়ে গিয়েছিল জল্পনা। তবে সেই জল্পনায় জল ঢেলে দিয়েছে কেন্দ্র।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022