
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা আবহের মধ্যেই বাংলায় তান্ডবলীলা চালিয়েছে ঘূর্ণিঝড় আমফান। রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে সেই ক্ষত নিরাময়ের কাজ। কিন্তু তার মধ্যে ফের নতুন করে হানা দিতে চলেছে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’। করোনার মতো মারণ ভাইরাসের জেরে ইতিমধ্যেই নাজেহাল অবস্থা মহারাষ্ট্র ও গুজরাটের। এবার এই দুই রাজ্যে ধ্বংসলীলা চালাতে নতুন করে আসছে ‘নিসর্গ’। যার ফলে ইতিমধ্য়েই দুই উপকূলীয় রাজ্যে রেড অ্যালার্ট জারি হয়েছে। গুজরাট উপকূলে ‘নিসর্গ’ ছাড়াও আরও একচি ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে বলে অনুমান করা হচ্ছে। যদিও এবিষয়ে স্পষ্টভাবে কিছু বলেনি মৌসম ভবন।
মৌসম ভবন সুত্রের খবর, আরব সাগরে জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার জেরে পশ্চিম উপকূলবর্তী এলাকায় ব্যপক দুর্যোগ দেখা দিতে পারে। যদিও দুটি ঘূর্ণাবর্তের মধ্য়ে একটির অভিমুখ বদল করার সম্ভাবনা রয়েছে। তবে অপরটি মহারাষ্ট্র ও গুজরাটের উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়তে পারে বুধবারের মধ্য়ে। আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পূর্ব ও পূর্ব মধ্য আরব সাগরে ক্রমশ ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। মঙ্গলবারের মধ্যেই তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। বর্তমানে এটি নিম্নচাপ রূপে অবস্থান করেছে। কিন্তু আগামী ৪৮ ঘন্টার মধ্যেই সেটি ঘূর্ণিঝড়ের আকার নেবে। মঙ্গলবার এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর ধীরে ধীরে তা উত্তর ও উত্তরপূর্ব দিকে অগ্রসর হবে। এরপর ক্রমেই ওই ঘূর্ণিঝড় শক্তি সঞ্চয় করে বুধবার সন্ধ্যার দিকে আঁছড়ে পড়বে গুজরাট ও মহারাষ্ট্র উপকূলে। এই ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ১০৫ থেকে ১২৫ কিলোমিটার। এই ঘূর্ণিঝড়ের জেরে আগামী ২ থেকে ৪ জুন প্রবল বৃষ্টি হবে মহারাষ্ট্রের দক্ষিণ উপকূলে। এছাড়া এই ঘূর্ণিঝড়ের প্রভাবে গুজরাট, দিউ ও দমনে ৩ থেকে ৫ জুন দুর্যোগ চলবে।Latest posts by news_time (see all)
- নিয়ন্ত্রণ হারিয়ে উড়ে গেল গাড়ি, অবিশ্বাস্য ঘটনা ঘটল এরপর - February 9, 2023
- বৃহস্পতিবার শুরু মেগা সিরিজ - February 8, 2023
- কলেজের তিনতলা থেকে পড়ে গুরুতর আহত ছাত্রী - February 8, 2023