
।। শুভঙ্কর সিনহা ।।
ছক ছিল নেপাল হয়ে চীনে পাচারের। যদিও বনকর্মীদের তৎপরতায় সম্প্রতি শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ি ব্লকে অভিযান চালিয়ে কার্শিয়াং বন বিভাগের ঘোষপুকুর, টুকুরিয়াঝার রেঞ্জ ও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর তরফে প্রায় পাঁচ কেজি মৃত সিন্ধু ঘটক বাজেয়াপ্ত করা হয়েছিল। সেই ঘটনায় ফইজ আহমেদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। ধৃতকে জিজ্ঞাসাবাদ করতেই প্রকাশ্যে আসে নতুন তথ্য। এরপর ফের একবার অভিযানে নামে বনদপ্তর। ফের একবার বাজেয়াপ্ত হল প্রায় ৮ কেজি বিলুপ্তপ্রায় মৃত সিন্ধু ঘটক বা সি হর্স। ঘটনায় ইতিমধ্যে তিনজকে গ্রেফতার করা হয়েছে। পলাতক এক। প্রাথমিকভাবে বনকর্মীরা মনে করছেন পলাতক অভিযুক্ত এই পাচার চক্রের স্থানীয় কিংপিং। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
একের পর এক অভিযানে বিলুপ্তপ্রায় মৃত সিন্ধু ঘটক বাজেয়াপ্ত হওয়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এই পাচার চক্রের জাল কতদূর বিস্তৃত তা জানতে মরিয়া বনদপ্তর। প্রাথমিকভাবে বনদপ্তর সূত্রে খবর, প্রথম পর্যায়ে কিছুটা বাজেয়াপ্ত হয়েছিল। এবার বাকি অংশ বাজেয়াপ্ত করা হল বিশেষ অভিযানে। জানা গিয়েছে, পূর্বের ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া নতুন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নকশালবাড়ি এলাকার বাসিন্দা মনোজ রায়ের বাড়ি থেকে প্রায় ৮ কেজি মৃত সিন্ধু ঘটক বা সি হর্স বাজেয়াপ্ত করা হয়। যদিও মনোজের খোঁজ মেলেনি। তবে এই ঘটনাতেই পৃথকভাবে অভিযান চালিয়ে দার্জিলিং-এর রঙ্গীত চা বাগান এলাকার বাসিন্দা জীবন থাপা, জোরবাংলোর বাসিন্দা সুজিত তামাং এবং নকশালবাড়ির বাসিন্দা কঙ্কন রাহাকে গ্রেফতার করা হয়েছে।
নতুন করে প্রায় ৮ কেজি মৃত সিন্ধু ঘটক বা সি হর্স বাজেয়াপ্ত হওয়ার ঘটনায় এবার মনোজের খোঁজ শুরু করেছে বনদপ্তর। এবিষয়ে বনদপ্তরের কার্সিয়াং ডিভিশনের ডিএফও ড: হরিকৃষ্ণণ জানান, তদন্ত চলছে।
- দেখা দিলেন বিগ বি - March 27, 2023
- প্রতিবাদী ইসরায়েলের নাগরিকরা - March 27, 2023
- তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর - March 27, 2023